ভাল্ করি শিখি



মাসুম মোরশেদ


আরে ভাইয়ো, সবায় কি একেমতোন হয়?
ঠেকে বোঝছেন, কায়োঁ একমতোন নোয়ায়। সৌগ মাইষে আলাদা, আলাদা। সৌগ মাইষে জনে জনে ভেন্ন। কারো সাথে কারো মিল নাই কোনও। সেইজন্তে জনে জনে শিখাইমেন? না, এটা সম্ভব নোয়ায়।

মাইষোক শিখি দিয়া মানুষ করা খুব কঠিন কাজ। ইগলা দায়িত্ব কায়ো নিবার চায় না। যদি নেয়, যারা নেয়, তারা বড়মাপের মানুষ।

যদি হামরা ততেরে শিখপার চাই তাইলে জেবন থাকি শিখি আগোত।
শিখার জন্তে নেজে আগোত আন্তরিক হওয়া নাগবে। তার পরে সেই শিক্ষা জেবনের বিভিন্ন কাজোত দরকারি সময়ে নাগাবার নাগবে, বোঝছেন?

হ্যাঁ, ভুল হৈবে, ভুল হবার পায়। মানুষ তো দ্যাবতা, ভগবান, ফেরেস্তা নোয়ায়। মাইষেরতোও ভুল হৈবে। সেই জন্তে কি পাছামো?
না, না, একনাও না।
শিখার কি শেষ আছে?
না, নাই।
শেখতে শেখতে জেবনের শ্যাষ মুহূর্ত, শ্যাষ ব্যালা, তাও শিখার শ্যাষ নাই।

নিজের ভুল থাকি শেখমো।
অন্য মাইষের ভুল দেখি শেখমো।
ঠকিয়া শেখমো।
শুনিয়া শেখমো।
পড়িয়া শেখমো।
ইতিহাস থাকি শিখমো।
কিন্তু সত্য কতা, এইটা সবায় জানি, ইতিহাস থাকি হামরা শিখি না। বিশেষ করি হামার দ্যাশের আজনীতি করার মানুষগুলা। তারা যন মায়ের প্যাট থাকি শিখি বেড়াইছে। কতঘটনা ঘটে, কত কি হয়া যায় দ্যাশোত, তামরা শেখে না। আর তারে জন্তে দ্যাশটাও হামার আগায় না।

আইসো বাহে, সবায় চ্যাতন হই। চোখ কান খোলা থুই। গেয়ান বুদ্ধি বাড়াই। বোধশক্তি বাড়াই। বিবেচনা করি ঠিক ঠিক।

সবায় মানুষ হবার চেষ্টা করি। মাইষের জন্তে মানুষ হই।

সবারে জন্তে অনেক অনেক দোয়া, শুভ কামনা করি। সবায় ভাল থাকেন, বাহে।

Post a Comment

0 Comments