আশরাফুল আলম নবান খাওয়ার হৈচে সমায় আর কয়টা দিন রও, গোমরা ক্যানে মুখ তোমার হাসিয়া কথা কও। গোলা-ডুলি ঝাড়িয়া নেও তৈয়ার করি থোন, হ্যাসার দিবার ডাকে আনেন বউয়ের দুইটা বইন। কাত্তিক মাসের চলতি দিনত দো…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।