কৌশিক রায় কত মানষি প্রাণ দিসে মাওয়ের ভাষাত লড়াই করি, হামা কি নকতে ভুলির পামো একুশে ফেব্রুয়ারি! ছাওয়া হারা মাওয়ের চখুর জলোত ভিজি গেইসে কাপড়ের আচল, ঘাটার ধূলা গেইসে ধুইয়া ডুবি গেইসে নাল জল। ইতিহাসের পা…
কৌশিক রায় চেংড়া চেংড়িলা দেছে ধন্না এলা কি দিন আসিল ভাই, বাপ-মাওয়ের মান ডুবাইসে উমার কি কান্ড গিয়ান নাই! অল্প বয়সে মোবাইলের বাদে সদায় বাড়িত ধরে বায়না, বাপ-মাওয়ের ধন নষ্ট করি এলা হইসে বড়োয় সিয়ানা। লে…
কৌশিক রায় যৌবন রে তুই, সখের ভেলাত নবু সারাদিন, আয় রে ফিরি না নইস আর ভুলেক সুখের দিন। তুই দরিয়াত্ না পাবু থাও মুঞ্জি যাবে ঘাটা, কারো আশা না করিস দ্যাখা বুকের পাটা। কায় বুঝিবে তোর বেদন কায় হইসে কাঙা…
কৌশিক রায় প্রিয়াঙ্কা, ছোট বেলা থাকি স্বপ্ন দেখে ভাল করি বই পড়ি চাকরি করিবে। কিনতু প্রিয়াঙ্কার বাপ হইল গরীব। বেটিক ভাল করি বই পড়ের পায় না, সামাইন্য টাকা-পাইসার অভাবে। প্রিয়াঙ্কা বই পড়াত মাথাও ভাল…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।