শোন বাহে



নজরুল ইসলাম বিন ইউসুফ 


শোন বাহে তোমরাগুলা
হামার গাঁওয়ের কতা
উপেগুনে উপরে সগার
কতায় কাজে পাহা।

সবুজ ভরা চারোপাহে
গাছগাছালি কত
নদী আছে পানি ডোবা
ছোটে অবিরত।

মাডে-ঘাডে গরু ছাগল
চড়ে সদায় দিনে
কামলা কাজে যায় বিয়েনে
আইসে বিকেল গোনে।

আসলে পরে হামার গাঁয়োত
মন কোনা যায় ভরি
কুড়িগ্রামে কত্ত কিছু 
দেখবেন নয়ন জুড়ি।

Post a Comment

0 Comments