শ্রীঃ অমল চন্দ্র রায় নদীর পানী কয়রে কতা ঘাসের চড়া কয়, বাও বাতাসে শনশনে যায় মলমলি উঠে বাও। মইষাল ভাইয়ের পিরিতি বন্ধু মাহুত বন্ধুর গান, গরুর গাড়ী হাকাইতে গাড়োয়ান গাইচে ভাওইয়া গান। তরসা নদীর পাড়ে…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।