আব্বা মুই হারে গেইছং



খুঁজি নিছে : জরীফ উদ্দীন


একাব্বরের বেটা মফিজ গেইছে মালয়েশিয়া। পাঁচ বছর পর মালয়েশিয়া থাকি বাংলাদেশের এয়ারপোর্টে আসি ওয়ের বাপক ফোন দিয়ে কয়  
মফিজ: আব্বা মুই হারে গেইছং। 
একাব্বর : ক্যা আব্বা কি হইছে তোর? তুই হামার বাংলাদেশ চিনিস না? ঢাকাত না কত হা ডু ডু খ্যালাছিস! কনঠে হারালু?
মফিজ : আব্বা মোর প্লেন ডা ভুল করি বাংলাদেশত না আনি এডা  কোন দেশেত বেন আনছে! মুই কবার না পাং।
একাব্বর : কইস কি আব্বা? তুই ক্যামন করি বুঝলু  আর একটা দ্যাশত প্লেন নিয়ে গেইছে? ভালো করি দ্যাখ তো!
মফিজ : হ আব্বা । ভাল করি দেখনু ডাইনে আর্জেন্টিনার পতাকা, বামে  ব্রাজিলের পতাকা । আগপাশে দেখং  জার্মানি আর পাচপাসে দেখং স্পেন..... একটা ক্যা এত পতাকা? 
একাব্বর : বুচ্চং আব্বা  তুই ঠিকেই বাংলাদেশত আসছিস, আসলে হামার বাংলাদেশের মানুষ গুলায় ওদন। চেনাশুনা মানুষ ঠান্ডাত কাঁপে এডে এমার কোন দরদ নাই পীরিতি নাই। কুতক্যার আর্জেন্টিনা, ব্রাজিল...!  এমার জন্নে জমি বেঁচে পতাকা বানে টাংগি দেইছে। 

Post a Comment

0 Comments