মামুনুর রশীদ মামুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বানা ‘চিরঞ্জীব মুজিব’ ছবিখ্যান শুক্করবার বগুড়ার মধুবন সিনেপ্লেক্সত নাইগচে। বৈকাল তিনটায় মধুবন সিনেপ্লেক্সের পর্দাত ছবির স…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।