অ-ফলা



ধরিত্রী রায়

মুই হনু এক শিপা ছিঁড়া গছ
বাঁচিবার আশা থাকিলেও খাঁড়া হয়া নবার শক্তি এলা আর নাই।
ভাইগ্যের দোষত আজি মুই অ-ফলা...
মুই কোনোদিন পাও নাই তোমারগিলার মন জয় করির...
কোনো দিন  পাও  নাই ফুল দিবার, ফল দিবার ।
তাতে কি মোর কষ্ট হয় না...  মোরো কষ্ট হয়,মোরো জ্বালা- যন্ত্রনা হয় । কিন্তু ...
মোর মনের ভিতিরার দুঃখের কতা কায় শুনিবে ।
সমাইতে সমাইতে মনে হয় বাঁচি নওয়া  টা মোর বোদায় অন্যায় মরি যাওয়ায় ভাল...
মুই খালি বাগানের বোঝা মোক ঊবুবি ফেলায় ভাল।
আসিলে বোস্যাতি কাল ... কত কিছিমের  নামিদামি গছ আসিবে চাইরোপাকে ফুলে ফলে ভরপুর হবে ... সোগারে মন জয় করিবে।
এমন সুখের দিনত  মুই না থাকিলে তাতে কি কাহোরো  কোনেকো যায় আসিবে।
 

ধরিত্রী রায়
খগেনহাট, আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ, ভারত। 

Post a Comment

0 Comments