বিপুল রায় শিয়ালদহ স্টেশন। সারাক্ষণ পোকার মতন লোক– স্বচোক্ষে না দেখিলে হয়তো কাহ বিশ্বাস করিবে না। টিকিট বুকিং করা ছিলো না বুলি আগাদিনে আতিত অনলাইন বুকিং করিলুং। পরের দিনে সাঞ্ঝেরক্ষণ ট্রেন। কাঞ্চনকন…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।