বাও ঘর মেলাদিন ধরি বাছি বাছি কাম করবেনছেন মেহজাবীন চৌধুরী। নাটক বা সিরিজত কম দ্যাখ্যা যায় তাক। জানাগেইচে আইসা ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিনত তাক দেখা যাইবে। কনঠে দ্যাখ্যা যাইবে তাক কন নাই তাই। দিন দুই…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।