মরিয়ম মেরিনা গেরামের বেবাক মাইসে বাজানরে কয়, মজি মিয়া তোমার মাইয়াডা তো ডাঙ্গর হৈয়া গেল, বিয়ে-থা দিবু না? সেদিন সেলিম চাচাও একই তাচ্ছিল্যে করলো। মুই তহন দৌড়ি বোগলত যায়া কনু, চাচা তোমার মাইজা বেডা তো…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।