ফিরি পাওয়া

 


জরীফ উদ্দীন


হাঁটছিনু অংপুর স্টেশনের ঘাটাত। মোবাইল খ্যান খটখট করি চেকরি ওঠল। স্কিনত দ্যাখং অপরিচিত নাম্বার! কল ধরিম না ধরিম করতে কাটি গেইল। মোবাইল ট্যাকা শেষ হইছে ভরাংএ নাই। সামনত কোন দোকান পাইলে ফেলেকসি দেইম। দিয়ে না হয় মুই কল দেইম। জ্যাবত ভরব্যার ধরচং তাতে ফির মোবাইল চেকরি ওঠছে এবার ধরনু, ওপাশ থাকি শোনা গেইল,
হ্যালো, আস সালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
ক্যামন আছেন?
ভাল আছং। ক্যাই তোমরা? কয়ায় চিনি ফেলাইচং তাক।
মোক চেনেন না?
যাহ কুনোদিনও দ্যাখনু না চেনং এলা ক্যামন করি। তুমরা ক্যামন আছেন?
ভাল আছং। অংপুর কহন আইলেন?
এলায় আসনু কুড়িগ্রাম এক্সপ্রেসত।
এলা হাঁটপেনচেন ঘাটাত না? দেহা যায় তো বাউদিয়ার নাকান। খুউব তাল তোমার না? একনা বাবুর নাকান সাজি পারি বেরব্যার পান না?
মুই অদন। কয়া খাড়া হনু। তার মানে তোমরা মোক দ্যাখপেনছেন? আইজ হামার তাহলে দ্যাখা হইবে?
না। ক্যা এলা তোমার সাথত হামরা দ্যাখা করি। মুই আর কিছু না কয়া কল কোনা দিনু কাঁটি। হাত দিনু মোর ফেলে আইসা দিনত।
মেলা দিন আগের কথা তাকো নোয়ায় ফির অল্প কয়ডা দিন তাকো নোয়ায়। এই ২/৩ বছর হইবে। তাতে মুই ফেসবুকত একনা চেংরির সাথত আও কারছিনু। ক্যামন আছং নাই, কি খাইচং, কি করং এগলা আও। ফেসবুক থাকি হামরা ফোনতও আও কারি। এদং করি হামরা পিরিত শুরু করি। কয়ডা দিন নাই গেইতে হামার ব্রেকাপ হয়া গেইল। চেংরিটাক আর ফেসবুকত পাংনা। মোবাইলত একদিন কল দিচং ওয়ার খান্ডাসি একটা আন্টি ফোন ধরি মোক তো সেই আগ। পরানখ্যান নিধুয়া পাতারের নাকান হয়া গেইল। মুই আর নাম্বাটাত ফোন দেং নাই। পরে চেংরিটার সই একটা মোক কয়, হামার সম্পক্কটা ওমার বাড়িত জ্যানপ্যার পায়া ফোন কাড়ি নেয় বাড়িত তারপর ওয়াক অমপুরত আন্যির বাড়িত থোয় নেকাপড়া করব্যার জন্নে। তারপর থাকি হামার আর আওবাও নাই। তাই আইজ মোবাইল আও কারিল কতদিন পর৷ দ্যাখা করব্যার নয়। কি এলা করং! থাকে না।
দেওয়াত ম্যাগ আছিল৷ টপাশ করি ঝরি পরা শুরু হইল। সগাই দৌড়াদৌড়ি করি যাই যেটে পায় ঝরি থাকি বাঁচার জন্নে অস্থির। মুই মোর মতন হাঁটি যাং৷ মোক ভিজব্যার মোনায়। পাচপাক থাকি মোক ডাকাইল,
খাঁড়া হ। মুই ঘুরি দেখং । সুন্দরী একনা চেংরি মোর ওডে আসপেনচে। মোর দ্যাখি মনে হইল কতদিন থাকি চেনং। আসি জরে ধরি কয়, 
তোমরা মো এত বগলত পায়াও দ্যাখা না করি ছাড়ি যাবার চান? তোমার ক্যামন পিরিত? হুম? মুই এলা কি কং। মুই দিয়া আও বেড়ায় না। ওয়াক বুকত আরো শকত করি জড়ে ধরনু। মুখ দিয়া বেড়ে গেইল,
তোমাক মুই হারব্যার চাং না।

Post a Comment

0 Comments