ভবেশ চন্দ্র বর্মন যুয়ান বশের গোসাই,দেহাটা এলাং টনটনা। ব্যইস ঢকের চেহারা। সলসলা ঢাংয়া,গাটুম গুটুম দেহা। লম্বা চেপ্টা কপাল, মাথাত কুচকুচা কালা আর কোকোরা কোকুরী চুল। টকটকা কাঁচা হলদির নাকান গাওর অং। …
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।