মিঠুন রায় অসহায় হয়া বাঁচি থাকার চেয়া, প্রতিবাদ করি মরি যাওয়া ভালো। শোষিত-লাঞ্ছিত হবার থাকি, মারপিট করি নিজের অধিকার বুঝি নেওয়া অনেক ভালো। চোখের জল ফ্যালে আর কদ্দিন কাটাবেন! এংকরি না কাঁন্দি, চখু…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।