বাবুর জন্নে ব্লক

 


খুঁজি নিছে : জরীফ উদ্দীন


আঞ্জেল সখি নামের একটা চেংরি  স্ট্যাটাস দিছে- "মোর বাবুটা গোল্ডেন পাইছে, সগায় দোয়া করেন" মুই  ফির সহজ-সরল, বোকা-সোকা হইলে কি হইবে। একনা চালাক হবার জন্যে মানষের পোস্টত কমেন্ট করং। মুইও এডেও  গোল্ডেন এর কথা শুনি একনা কমেন্ট করনু- তোমার বেটার আইসা জীবন চান্নি আইতের নাহান ফকফকা হউক বুবু।"
বুঝনু ন্যা, চেংরিটা মোর সাথে আগ হয়া ম্যাসেজ দেইল- "ওই মফিজ, তুই ডিজিটাল হবার পালু না? মুই তো নিকায় করং নাই। বেটা কোনঠে পানু? মুই যার সাথে পিরিত করং তাক বাবু কয়া ডাকাং। এই মজিজগুলাক কাই যে ফেসবুকত আইডি খুলি দ্যায়।" মুই সরি লেখি দিবার যায়া দেখং মোক ব্লক দিছে। মুই তো আবুল হয়া গেনু।
একনা পরে  দেখন মিস সখিনা বানু নামে আরেকটা চেংরি স্ট্যাটাস দিছে, "আলহামদুলিল্লাহ,
মোর বাবুটা গোল্ডেন পাইছে। গোল্লা খায়া যাও।"
ভাবনু আগের বারের মতোন কমেন্ট করা যাবার নয়। একনা স্মার্ট হওয়া নাগবে মোক। মুই এবার ওমান্টিক কমেন্ট করনু
"তোমার বিএফের জন্য সুবাঞ্চা বুবু। এক স্যাথত কাডে দেও গোডাল জীবন"
বুঝনু ন্যা, চেংরিটা মোক ম্যাসেঞ্জারে কল দিয়ে আগে কাঁপতে কাঁপতে কয়,  " কডে থাকি আসিস রে মজিজ ফেসবুক চলব্যার। বেডা মোর বিএফ হয়? আদব-কায়দা শেখে নাই? তোক যদি সামনত পাং ৩২ টা দাঁত ফেলে দেইম" মুই মুখ ঠাসি ধরি কিছু নাই কইতে ঠাস করি দেইল কল কোনা কাডি। মনের দুক্কে গেনু কমেন্ট ডিলিট করব্যার। যায়া দ্যাখং এমরাও ব্লক দিছে। মুই এলা কি করং যেট্টে যাং ওট্টে ফান্দ। না আর ফেসবুক চালবারে নং।

Post a Comment

0 Comments