ঋতুপর্ণা রায় বর্মা
বাসিয়া দিনগুলাত কতবার তাক
ভালবাসিয়া একনা নাড়িয়া দেখির চাচুং।
আস্পর্ধা দেখেয়া ঠিক যতবার নাড়িবার গেচুং
ততবারে উয়ায় মোক দূরত ঠেলি দিছে,
নাইলে নিজে বারো হাত দূরত সরি গেইচে!
কইচে _
"মোক নাড়িস না,
এলা মুই ছুঁয়া হইচং!"
যতবার এই কতা শুনিচুং
ততবারে অবাক চৌকত তার ভিতি দেখিচুং
আর মনে মনে কইচুং _
বোকা মাইয়াটা জানেনা
একদিন উয়াক না নাড়িয়া ভালবাসা
এই মুই'এ যে উয়ার শরীলখানের দালাল!
0 Comments