জলছবি



সুশান্ত রায়

জল ছবি কায় আঁকিবার পায়?
 একেনা জল ছবি।
তাতো বা কেনে মায়া পরি যায়!

একটা উদাসি মন,আর লক্ষ্যহীন হাত,
ঢেল মারিল থির ডিগির জলত।
তাতে কত্ত ঢেউ উঠিল !
তাতে কত্ত ছবি ভাসিল !
গছ,গাছালি, পোখি পয়াল।
                       ধীয়ান দিয়া দেখং -
সোগায় কেমন ঝুনি কাঁপেছে !
মোটা,সরু,টেরিয়া,ভেঁচকা
        তায় দেখো আর হাসো।

খানিক বাদে,সব মিলিয়া যায়,
খুঁজি আর পাং না কাকও!

  এই বার,ঠোঁট কামেরে,
        হতলোই শক্ত করি,
         নিশানী হয়া, আরও ঢেলাও -
                  আরও ছবি,আর ও ...
                            খানিক বাদে -
   তাহ মিলিয়া যায় গহীন জলত !
   অ-নিপুন হাতের ক্ষণস্থায়ী শিল্প !

পারত বসিয়া ভাবো আর,
                              নিজো ভিত্তি দেখোং
    আর শান্ত ডিগিটাক  পুছং -
     মোর মনটাও না থির !
      তাতে কাহয় ক্যানে ঢেলায় না ?
                    কাহোয় ক্যানে ঢেউ তুলে না ?

              ইচিত, বিচিত অঙের !
              ইচিত, বিচিত ঢঙের !!



সুশান্ত রায়
উত্তর খট্টিমারি, দক্ষিন খট্টিমারি, জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ, ভারত।

Post a Comment

0 Comments