ধন্না



কৌশিক রায়


চেংড়া চেংড়িলা দেছে ধন্না
এলা কি দিন আসিল ভাই,
বাপ-মাওয়ের মান ডুবাইসে
উমার কি কান্ড গিয়ান নাই!

অল্প বয়সে মোবাইলের বাদে
সদায় বাড়িত ধরে বায়না,
বাপ-মাওয়ের ধন নষ্ট করি
এলা হইসে বড়োয় সিয়ানা।
 
লেখাপড়া য‍্যামন-ত‍্যামন
সবসমায় ঘাটে ফোন,
কায়জানেতে "ফেসবুক"চালে
করে পিরিতির আলাপন!

আবেগেরটানে মন মজেয়া
য‍্যালা শুনায় কত অজুহাত,
আগে পাছে না ভাবিয়া
উমা যায়া বইসেছে ধন্নাত।।

Post a Comment

0 Comments