জরীফ উদ্দীন
খুলিত খাড়া হয়া দ্যাখছেন কি কুনোদিন পরানের মানুষটার চলি যাওয়া? যাই আর কুনোদিনও ফিরব্যার নয়
ঘাটাত খাড়া হয়া দ্যাখছেন কি আমন ধান কাডা খা খা করা বিরান পাথার?
জানেন কি ট্রেনের করুণ হুইসালত মিশি থাকে কত দুক্ক-বেদনা?
শুনছেন কি নারিয়া হওয়া বোবা গাছের সবুজ পিরান হারার হাহাকার?
শাদা কাপরের শরীলটাক কাঁধত নিয়া হাঁটি যায় মানষিগুলা
হু হু কাঁন্দন মাঝেমধ্যে বিরক্ত বাড়ে দেয়
ট্রেনত মেলা মানষির সাথত থাকে দুই একটা বাউদিয়া
থাকে পরাণের মাইয়ার চলি যাওয়া ভাতার
বিরান পাথার দ্যাখলে পরানখ্যান খা খা করি ওডে
বোবা গাছ খাঁড়াহয়া কান্দে চোখত কোনো পানি নাই
তোমরাও মোক একদিন পাইবেন মরার কাতারত
না হইলে দ্যাখপেন ট্রেনত বাউদিয়ার নাহান
মুই চলি যাং হাজার মানশের মধধে একলায়
সেই দিন তোমরাও গাছ হয়া হামাক দ্যাখেন
সেইদিন কি তোমার পরানডাও হইবে বিরান পাথার?
পরাণের ভিতরা নিবেন কি কোন দুক্ক?
তার চায়া বোবা গাছের নাহান চায়া থাকি ভুলি যান।
0 Comments