বাও ঘর
কয়দিন পর মা হইবেন আলোচিত চিত্তনাইকা পরীমণি।
অনাগত ছাওয়ার জন্নো সেই অপিক্ষার সমায় গোনেন তাই। পাশাপাশি আইসা ছাওয়ার জন্নো খালি
কিনি কিনি ঘর ভরবানছে তাই।
আগস্ট মাসের পত্তম অবিবার মিতা দিবস পালিত হয়। সেই অনুযায়ী, আইজ (৭ আগস্ট)
বন্ধুত্ব উদযাপনের দিন। বিশেষ দিনটিতে নিজের সগার চায়া কাছের মানুষটির পত্তি পিরিতি জানাইছেন পরীমণি। তামার সেই ইদয়ের মানুষটি আর কাঁইও নোয়ায়, ভাতার শরিফুল রাজ।
ফেসবুকত পরীমণি নেখছে, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ। মোর সউগ দুক্কুর আও মুই খুব সহজেই তোমাক এদিকওদিক না দ্যাখি কবার পাং। কত অল্প সমায়ে ইদয়ের সগার থাকি কাছের মানুষটা মোর; মুই তোমাক ম্যালা ভালোবাসি।’
এপাশে গেলো বুইধবার (৩ আগস্ট) পরীর সাথত তোলা একটা ফটো পোস্ট করি স্ত্রীর প্রতি পিরিতির আও জানাইছিলেন শরিফুল রাজ। তাই নেখেন,
‘তোমার সাথথ দ্যাখা হওয়ার পর মোর জীবন সম্পূর্ণরূপে পালটি গ্যাইছে। হামরা যখন নেকা করেছি, তখন থাকিই হামার জীবনের সবচেয়ে সুন্দর ধাপ
শুরু করছি। যেঠে হামার ভালবাসা আরও মজবুত হয়েছে।’
সূত্র : ইত্তেফাক
0 Comments