বিপুল রায় বাপের একমাত্র বেটি উর্মিলা। হবার পারে বাপ গরীব, কিন্তু বাপের ঘরত উয়ায় একজন রাজকুমারীর চাইতেও কুনো অংশে কম না হয়। রূপে উর্মিলাক হার মানাবে এমন চেংড়ি খুঁজি পাওয়া মুশকিল। উয়ার রূপের…
বিপুল রায় “শশী দা, তোর ভাগিনীর খবর করির না যাইস?”বেটার মুখোত বাপ এমন কথা শুনি টৈস্যা নাগারে কথা। খবরের কাগজখান থাইয়া শশীমোহন বেটার পাখে দেখিয়া কইল, “তুই গাঞ্জা খাসিস নাকি রে রতন!” ... সম…
বিপুল রায় মাস কয়েক রোগ ভোগের পর এলা অনেকটায় সুস্থ্য তিলকচন। মন-মেজাটা ঝরঝরা করির বাদেও খানেক বায়রা ঘুরার দরকার।... শুনিসে– কুনদিন নাকি তীর্থযাত্রার বাস ছাড়িবে অশোকবাড়ি থাকি। উমার সাথেই ঘুরি আসিলে মন…
বিপুল রায় কি কইম আর দুখের কথা দুই ঠ্যাঙোতে ছান্দন ভালের নাগি বিয়াও করি– বিরায় এলা কান্দন! সোনার সংসার ভাঙির চায় নওদারী মোর আসি হাত ফুলফুল পাও ফুলফুল; শাশুড়িক কয় দাসী! মাওয়ের সাথে বনে ন…
বিপুল রায় শিয়ালদহ স্টেশন। সারাক্ষণ পোকার মতন লোক– স্বচোক্ষে না দেখিলে হয়তো কাহ বিশ্বাস করিবে না। টিকিট বুকিং করা ছিলো না বুলি আগাদিনে আতিত অনলাইন বুকিং করিলুং। পরের দিনে সাঞ্ঝেরক্ষণ ট্রেন। কাঞ্চনকন…
বিপুল রায় সুনসান ডারি ঘরটাত চুপচাপ বসি হুকা টানে আর বুল্লুস বুল্লুস ধোমা ছাড়ে জগবন্ধু। চোখুর কোনাত জল জমে, আপনে শুকি যায়। পাড়ার গাবুর চেংরাগিলারও নাগাল পাওয়া যায় না আজকাল! সগায় আপন আপন কাজে ব্যস্ত…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।