নরোত্তম রায় প্রামাণিক এত্তবার কৈসু শুনেন নাই মোক ছাড়ি জলজঙ্গের পাখে না যান একদিনত নিশারাইতত একেলা নবেন সেদিন চড়ক পরিবে , ভয় নুকি থুইয়া মায়ার অসুখ ডেঙ্গি হুসকুটি আসির পারিবেন তো? মেলা দ…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।