বিনোদিনী ফুল




সাম্য রাইয়ান
জড়তার ঘিড়াও উচলি ঢেউয়ের নাকান আগাতে
খানেক ঝটকা নাগিছে কৈ মাছের।
শস্যের ফ্যালা খোসার নাকান মরা প্রজাপতি
ঝামড়ি আছে নিরীহ গোমবাড়িত।
ভাটির ফুলের নাকান বাঙ্ময়, চোখ খুলি গেইছে
ফুলি উঠছে ধলা ডলফিনের ভ্রু।


খালি ফলে নোয়ায়
আশ্চর্য পপিগছ থাকি গজাইছে
একনা বিনোদিনী, ফুল! 

Post a Comment

0 Comments