বাও ঘর জ্বালানি তেলের দাম বা ড়া য়েছে সরকার। ডিজেলের দাম নিটারে ৩৪ টেহা , অকটেনের দাম নিটারে ৪৬ টেহা আর পেট্রলের দাম নিটারে ৪৪ টেহা বা ড়াইছে এলা এ্যাক নিটার ডিজেল ও কেরাসিন কিনতে ১১৪ টেহা লাগবে।…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।