কৃষ্ণ কমল বিন্দিয়া রে ? সত্যি তুই মোক ছাড়ি গেলু রে.. তোর জইন্যে মোর এতোকাল ধৈর্য্য ধরি থাকাটা তাইলে কী হইলো..? কতজনে মোক কত কিছু কইছে, মুই কারো কতায় কিছু মনে করং নাই। তুই কী সেইগলে কতা শুনিস নাই..?…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।