লাইজু আক্তার ছাওয়া মানেই একটা নরম মনের মানুষ। উমার সাথে হামরা যেই রকম ব্যবহার করি কিংবা শিখাই উমরা সেইটায় ধারণ করে। আজিকার ছাওয়ায় আইসা দিনের সম্পদ। তায়, ছাওয়ালার সাথে হামরা যেইরকম ব্যবহার করিমু উ…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।