মাসুম মোরশেদ আরে ভাইয়ো, সবায় কি একেমতোন হয়? ঠেকে বোঝছেন, কায়োঁ একমতোন নোয়ায়। সৌগ মাইষে আলাদা, আলাদা। সৌগ মাইষে জনে জনে ভেন্ন। কারো সাথে কারো মিল নাই কোনও। সেইজন্তে জনে জনে শিখাইমেন? না, এটা সম্ভব নোয়…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।