খুঁজি নিছে : সবুজ হাসান Who-কাইরে (কে) Where -কোনডে (কোথায়) When -কহন (কখন) Here-এডেকোনা (এখানে) There-ওডেকেনা (ঐখানে) Walk-হাডা (হাঁটা) Enter-সন্দানো (প্রবেশ করা) Floor -মাজিয়ে (মেঝে) Say- কওয়া (বল…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।