আইজক্যা মুই ফিতা আনোং নাই

 


মুজাহিদুল ইসলাম মাসুম


ফকির গেইছে ভিক্কা করব্যার। যায়া বাড়িওয়ালাক ডাকে কয়,
আম্মাগো, মোক চাইরটা ভিক্কা দেও গো। মোর মাইয়া-ছাওয়া খাইবে। বাড়ির বেটিছাওয়া কয়,
ফকিরবাবা, আইজক্যা মাফ করেন। ফকির শুনি কয়,
আম্মাগো, আইজক্যা মাপজোখ করব্যার পাবাননোং । আইজক্যা মুই ফিতা আনোং নাই! মোক যা আছে তাকে দেও।

বাহে কেমন হইলো? জানান হামাক। আর তোমরাও নেকপার পান।

Post a Comment

0 Comments