বাও ঘর প্রায় দেড় যুগ বাংলা সিনেমার সাথত আছেন অপু বিশ্বাস। এই মেলা সমায়ে তাঁই অভিনয় করছেন ৮০টা সিনেমাতে। এবার অভিনেত্রী নামের পাশত যোগ করলেন প্রজোজক। ২০২১-২২ অর্থবছরত পাইছেন সরকারি অনুদান। অপু বিশ…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।