মাওয়ের ভাষা



কৌশিক রায়

কত মানষি প্রাণ দিসে
মাওয়ের ভাষাত লড়াই করি,
হামা কি নকতে ভুলির পামো
একুশে ফেব্রুয়ারি!

ছাওয়া হারা মাওয়ের চখুর জলোত
ভিজি গেইসে কাপড়ের আচল,
ঘাটার ধূলা গেইসে ধুইয়া
ডুবি গেইসে নাল জল।

ইতিহাসের পাতাত একুশে ফেব্রুয়ারি
লেখা থাকিবে চিরকাল,
না পামো হামা ভুলির
ভাষা শহীদের লাল জল।

আইসো সগায় মিলি
মাওয়ের ভাষায় কাথা কই,
মাওয়ের ভাষার কাথা গিলা
কেনে আন্ডালোত নুক্কি থুই?

নাম- কৌশিক রায়।
পোস্ট - খোয়ারডাঙ্গা।
জেলা- আলিপুরদুয়ার।
থানা - কুমারগ্রাম।

Post a Comment

1 Comments