ফিরি আইসা

  



আল মোবারক হাসান নাহিদ 

একবার এক শহরের ইন্দুর আসিল গ্রামের ইন্দুর এর কাছত। গ্রামের এন্দুর থাকে এক জমির আইলোত। গ্রামের ইন্দুর ওইয়ের দোস্তক খাবার দিল গম, কালাই আর ধান।
শহরের ইন্দুর অল্পএহনা খায়া কয়,"তোর খাবার ক্যা এদন? এগলা খাইস তারবাদে তোর চেহেরা এদন। মোর ওডে শহরত যাইস, দেহিস হামরা কী খাই আর ক্যামন করি থাকি। কাইলক্যাই মোর সাথত যাবু। ” 
পরের দিন সক্কালে গ্রামের ইন্দুর গেলো শহরের ইন্দুরের কাছে। আইতত ওমরা দোনোজনে একটা বাড়ির মাজিয়ের নিচোত বসি অপেক্ষা করিল। বাড়ীর মালিক খায়া যাওয়ার পরে, শহরের ইন্দুর গ্রামের ইন্দুরক সাথে নিয়ে একটা খালের ভিতর দিয়ে গেলো খাবার খাওয়ার জন্য। ওমরা দোনোজনে টেবিলের উপর চড়ি বসিল।গ্রামের ইন্দুর জীবনেও এত খাবার একসাথে চোখে দেহে নাই। 
গ্রামের ইন্দুর কয়, "তুই ঠিকই কছিস দোস্ত হামার জীবন বড় কষ্টের। মুইও শহরত থাকার জন্যে চলি আসিম।"
এই আও কইতে না কইতে টেবিল খেন কাপি উঠিল। আর দুয়োর দিয়ে মোমবাতি হাতোত করি ইন্দুর ধরব্যাক ডাংব্যার আসিল একনা বেটাছাওয়া। ওমরা কোনোমতে একটা খালোত ঢুকি বাচি গেলো এইবার। 
গ্রামের ইন্দুর বেইরা বাহির হওয়া কয়, "তুই থাক মুই চলি যাং মোর গ্রামত, এইয়ের চাইতে মোর জমির আইলোত থাকা ভাল। খাবার একনা কষ্ট হইলেও, মোর জীবনের ডর নাই। মুই শান্তিত খাকং।"  

(প্রচলিত বাংলা গপ্পোর  অনুবাদ)

Post a Comment

1 Comments