মুজাহিদুল ইসলাম মাসুম
এক ভাতারের হিরিস করি খুব হাউশ হইল উয়ার মাইয়াক ডাঙ্গাবে। এলা ফ্যাসাদ হইলো উয়ার মাইয়াকোনার কোনো দোষ খুঁজি পাবাইনছে না । মেলা খোজাখুজি করিয়াও যহন কোনো দোষ খুঁজি পাইল না তহন এহনা বাইরে ঘুরবার গেইল । বাইরে থাহি আসি দেহে একটা কুত্তা আগন্যাত শুতি আছে । কুত্তার শুতি থাহা দেখি হুড়মুড় করি ঘরোত যায়া বেছারিক ধরি উরাধুরা ডাঙ । মাইয়াডা কয় আর কান্দে, : আউ মোক ডাঙ্গান ক্যা গো...? আল্লাহ গো কাই কনডে, বাইয়োর বাপ মোক মারি ফ্যালাইল, আজ্ঞান গো। ও আল্লাহ মোক বাচান। তোমরা কন না ক্যা মুই কি কননু...? : আগন্যাত একটা কুত্তা শুতি যে আছে চোখে দ্যাখিস নাই? উয়াক একটা বালিশ দিয়া আসলে তোর কি জাত গেলো হয় । তুই বালিশ দেইশ নাই ক্যা? ভাতার দাঁত কিরমির করে আর কয়। : ওমাগো , কোন বেলাবেন মোর এডে আইসে হুরক্যা । মুই কাডি পরঙ। কুত্তা কয় আর ফুররুত।
0 Comments