বাও ঘর কয়দিন পর মা হইবেন আলোচিত চিত্তনাইকা পরীমণি। অনাগত ছাওয়ার জন্নো সেই অপিক্ষার সমায় গোনেন তাই। পাশাপাশি আইসা ছাওয়ার জন্নো খালি কিনি কিনি ঘর ভরবানছে তাই। আগস্ট মাসের পত্তম অ বিবার মিতা দিবস …
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।