নিবারণ রায় সাকাল থাকি দেওয়াটা মনমরা, কালা ম্যাঘ জমিসে। সূর্য্য এলাঙ উঠে নাই, পখিলাও ভাসা ছাড়ে নাই। ঝম ঝম করি জল শুরু হইল। নয়া দেওয়ার, নয়া জল---- ঘর থাকি উড়ি গেল ঝেচু পখিটা। সুটুল মন্টুক ডেকায় কাঁকড়া …
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।