১১। খাইলে শালা না খাইলে বওনাই। যাই লোন করি খায় তাই মানশের কটুআও শোনে, আর লোন না করলে বোনের ভাতারের মতো আদর পায়। ১২। কড়ির লোভে কুড়িয়ার নক চোশে। ট্যাকার নোভে ঘাওয়ালের নক চোশে। ১৩। ভাতার না পোছে, নাম …
১। হাতত আরশী কুয়াত ভূলকী। হাতত আয়না তুইয়া কুয়াত ভুলকী দেয়। সহজে লভ্যে উপেক্ষা প্রদর্শন। ২। কুঁতিয়া মইল দ্যাইবকি, নাম পাড়ায় যশোদা রানি। কুঁতিয়া দৈবকী কৃষ্ণক জনম দেয়, কৃষ্ণর মাও হয় যশোদা। যাই কষ্ট করে…
বাহে, “হামার আও” সাইটটা রংপুরী-কামতাপুরী-রাজবংশী তথা ভাওয়াইয়া অঞ্চলের ওয়েবসাইট। এটেয়, রংপুরী/কামতাপুরী/রাজবংশী আও চচ্চা করা হয়। হামার আও; চচ্চা না করার বাদে দিন দিন হারে যাবানচে। হামার খায়েস এই আওটাক চচ্চার মাঝ দিয়ে সাহিত্য-সংস্কৃতিক সগার সামনোত তলতি ধরা। যেন আওগুলা হারে না যায়। তুমরাও এই আও-এ নেকা দিয়া এই আওটাক আগে দিবার পান।