প্রিপেইড সেবা চালু: ১০০ টাকাত মাসভত্তুক আনলিমিটেড কথা


বাও ঘর

গাহাকের জন্যে প্রিপেইড ইন্টারনেট আর টেলিফোন সার্ভিস চালু করিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বিটিসিএল। ১১টা প্যাকেজের মাধ্যমে ভয়েস কল আর ইন্টারনেট সেবা (বান্ডল) দিবে পুতিষ্ঠানটি। রবিবার, ১৭ এপ্রিল ২০২২ বিটিসিএল ভবনত এই সেবার উদ্বোধন করিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।


অনুষ্ঠানত জানে দেয়, বিটিসিএলের প্রিপেইড প্যাকেজত থাকপে টেলিফোন প্যাকেজ আর ইন্টারনেট বান্ডেল প্যাকেজ (টেলিফোনসহ)। ১৫০ টাকাত ৩০ দিন মেয়াদত টেলিফোন প্যাকেজ পাওয়া যাইবে। আর ইন্টারনেট সেবার জন্যে ৫ এমবিবিএস থাকি ১০০ এমবিবিএস পর্যন্ত ১১টা প্যাকেজ থাকপে ৫০০ টাকা থাকি সর্বোচ্চ ৪২০০ টাকাত।

বিটিসিএল থাকি বিটিসিএল'ত ৩০ দিন আনলিমিটেড কথা কওয়া যাইবে খালি ১০০ টাকাত। বিটিসিএল থাকি অন্য অপারেটরত আও করা খরচ পইড়বে ৪৮ পাইসা মিনিট।

গাহাকরা মাই বিটিসিএল অ্যাপের মাধ্যমে প্যাকেজ বাছাই করি এই সেবার জন্যে আবেদন করির পাইবে। কোনো প্রকার জামানত ছাড়ায় প্রিপেইড টেলিফোন আর উচ্চগতির ‘জিপন’ ইন্টারনেট সংযোগ নিবার পাইবে গাহাকরা। একে সাথে চার্জ ছাড়ায় নগদ, বিকাশ আরো কার্ডের মাধ্যমে রিচার্জ করা যাইবে।

Post a Comment

0 Comments