নবান খাওয়ার হৈচে সমায়
আর কয়টা দিন রও,
গোমরা ক্যানে মুখ তোমার
হাসিয়া কথা কও।
গোলা-ডুলি ঝাড়িয়া নেও
তৈয়ার করি থোন,
হ্যাসার দিবার ডাকে আনেন
বউয়ের দুইটা বইন।
কাত্তিক মাসের চলতি দিনত
দোলাত নয়া ধান,
ফুল গিল্যা বাতাসত নড়ে
মনত খুশির বান।
কয়দিন বাদেই খেকশিয়ালী
আইলত করবে আও,
ধান কাটো ভাই,ধান কাটো ভাই
বাড়িত নিয়া যাও।
সগার বাড়িত পরি যাইবে
কাটামারির পালা,
গিন্নীর হাতত শোভা পাইবে
নয়া ডালি-কুলা,
ধান-পাতানের উড়াইবে কুটা
দুই হাত তুলি তুলি।
নাকের আগাত ঘামের ফোটা
নাচপে ঢুলি-ঢুলি।
ছাওয়া ছোটলাক সাথত নিয়া
জুড়িয়া ধানের মাড়া,
কাজের তালত উঠপে জমি
হাসি তামাশা করা।
পোয়াল খেড়ের ঢিপির গোরত
আড্ডাও হইবে বেশ।
দুঃখ গিল্যাক প্যাটে দিমো
দুরের কুনো দেশ।
0 Comments