কবিতা : মনোভাব




মিঠুন রায়


অসহায় হয়া বাঁচি থাকার চেয়া,
প্রতিবাদ করি মরি যাওয়া ভালো।
শোষিত-লাঞ্ছিত হবার থাকি,
মারপিট করি নিজের অধিকার বুঝি নেওয়া অনেক ভালো।
চোখের জল ফ্যালে আর কদ্দিন কাটাবেন!
এংকরি না কাঁন্দি, চখুর জলক  আগুন বানাও!
বিনা দোষে মাইর খাবার থাকি,
মাইর দিয়া জেল খাটা ভালো।
ছোটো জাতের বড়লোক হবার থাকি,
গরিব হয়া সম্মানের সঙ্গে বাঁচি থাকা অনেক ভালো।
মানুষ হয়া যদি মানুষের কাথা না শুনি,
তাহলে মানুষ আর পশুর মৈধ্যে কোন পাথক্য নাই।
ভালো মানসি হবার নাগিবে।

Post a Comment

0 Comments