বাও ঘর
আইসা মাসত মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ সিনেমা দিয়া ফির হলে ফিরছেন
মাহিয়া মাহি। আইসা অক্টোবরে থাকপেন একই
পরিচালকের আরও এ্যাক সিনেমা নিয়া।
মাহিয়া মাহিক আগর মতো নিয়মিত সিনেমার বাওএ পাওয়া যায় না এলা। ফেসবুকত দ্যাখা মেলে তাঁমার। পত্তেকদিন যাপনের দু-একটা ছবি, টুকরো মুহূর্তের ভিডিও আপলোড করেন। লাইভত আইসেন মাঝেমধ্যে। মাহির আলাপের অনেকটা অংশজুড়ে থাকে ‘ফারিশতা’র বাও। এ নামে গাজীপুরে রেস্তোরাঁ চালু করেছেন রাকিব-মাহি মাইয়া-ভাতার। গোটাল
দিনত সাংসারিক কাজ শ্যাষ করি আতত ওঠে আড্ডা বসান ওমরা।
মেলাদিন থাকি নয়া সিনেমায় যুক্ত না হইলেও সিনেমা থাকি
একেবারে দূরত সরি
যাননি মাহি। ‘পরাণ’ সিনেমার প্রিমিয়ারে স্বামীকে নিয়ে আসছিলেন কয়দিন আগত। সোমবার আইতে ফেসবুকত লাইভত
আসিল সিনেমার প্রসঙ্গ। ‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমাক কেন্দ্র করি হলে দর্শকের
যে জোয়ার দ্যাখ্যা গাইছে, তাতে খুশি মাহি। রেস্তোরাঁয় বসি এ দুই
সিনেমার গীত শোনান নিজে। আর কন, ‘পরাণ ও হাওয়া হামার সিনেমার মোড়
ঘুরি দিছে। হামার সিনেমা নিয়া গোটাল দুনিয়ার মানশি আও করছে। যাঁই যাঁই দ্যাশের বাইরে থাকেন তামারও মুখত এ দুই সিনেমার
নাম। মেলাদিন পর এমন দৃশ্য দ্যাখি খুব ভাল নাগছে।’
দুই বছর এস্টে থাকি আসছে এই মাসত মাহি। ১৯ আগস্ট মুকলন হইবে মোস্তাফিজুর
রহমান মানিকের ‘আশীর্বাদ’। সরকারি অনুদানের সিনেমাটির শুটিং শুরু হইছিল ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর। সোমবার আইতে নয়া পোস্টার প্রকাশ করি জানইছে ‘আশীর্বাদ’ মুকুলন তারিখ। নাল অঙের পোস্টার’র মাঝত ভাসি উঠেছে বাংলাদেশের মানচিত্র। তাতে মাহিয়া মাহি, রোশানসহ সগায়। মানচিত্রের
বাইরে হুইলচেয়ারত একটা
ছাওয়া। পরিচালক কন, সিনেমাটার কাহিনি হামার মুক্তিযুদ্ধ ও অটিজম নিয়া। সেইটা পোস্টারত তলতি ধরা হইছে।
‘আশীর্বাদ’ মুকুলের পরের ৭ অক্টোবর ‘যাও পাখি বলো তারে’ নিয়া হলে দ্যাখা দেবেন মাহি। এটাও মোস্তাফিজুর
রহমান মানিকের পরিচালনা। এ সিনেমায় মাহির সাথত আছেন শিপন
মিত্র ও আদর আজাদ। নির্মাতা কইছে, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটা গ্রামের পটভূমিত বানা হইছে। মূল কাহিনী পিরিতি, বিরহ,
আর ছাড়ি যাওয়া যাওয়ি। গেল বছর অক্টোবরে বান্দরবান ও কক্সবাজারে তিনটি গানের
মধ্য দিয়ে শেষ হইছিল সিনেমার শুটিং।
এর আগত মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করছিলেন মাহি। মুকুলন হইছিল ২০১৮ সালত। ভালো
ব্যবসার পাশত ৪টি ক্যাটাগরিত জাতীয় পুরস্কার পাইছিল ‘জান্নাত’।
তথ্যসূত্র: আজকের পত্রিকা
0 Comments