মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২ পাইলো শামীম সৈকত

 


বাও ঘর


"তীব্র কুড়িগ্রাম"  পত্রিকা মুকুলন করিল মিজান খন্দকার সাহিত্য পুরস্কার। বাংলা সাহিত্যত মিজান খন্দকারের অবস্থানক মানশের মনত যাগা দিতে এটা করা হয়। ২১ অক্টবর ২০২২ খ্রিস্টাব্দে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরিতে বৈকালে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

২০২০ সালে মুকুলিত "মেরুন সন্ধ্যালোক" কাব্যের জন্ন "মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" পাইলো কবি শামীম সৈকত।
নুসরাত জাহান আর মোখলেছুর সঞ্চালনাত চিত্রিত স্বরূপের অনুভববোধ সবিশেষ মিজান খন্দকার স্মারক বক্তৃতা পড়েন তীব্র কুড়িগ্রামের সম্পাদক সুশান্ত বর্মণ।
এ সমায় আসল সাগাই আছিল একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক এস.এম. আব্রাহাম লিংকন। এমরাও ছাড়া আরো সাগাই আছিল খবরিয়াল শফি খান, একালের সম্পাদক ও গপ্পকার জুলকারনাইন স্বপন, উদীচী কুড়িগ্রামের সভাপতি নিজামুল হক বিলু, কবি ও আবৃত্তিকার আশিষ বকসি, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহিনুর রহমানেরা।

পুরস্কার হাতত পায়া শামীম সৈকত  কয় মুই আজ খুউব খুশি। এই পুরস্কার মোক আগগি নিয়া যাইবে।

Post a Comment

0 Comments