এশিয়া কাপ’র সমায়সূচির ঢোল বাজাইছে


বাও ঘর

জনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে কদিন আগ শ্রীলঙ্কা থাকি এশিয়া কাপ সরি আনা হয় সংযুক্ত আরব আমিরাত। এবার টুর্নামেন্টের সূচিও মুকল করা হলো।

আইসা ২৭ আগস্ট শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ড়াই। ফাইনাল ১১ সেপ্টেম্বর। খেলা হইবে দুবাই ও শারজাত। টি-টোয়েন্টি সংস্করণের হওয়ায় সউগ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সমাআইত ৮টায়।

আজ বিষয়টা নিশ্চিত করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ। সামাজিক মাধ্যম সূচি প্রকাশ করে তাই নেকছেশ্যাষম্যাশ অপিক্ষার সমায় শ্যাষ। এশিয়ার সেরা মানশির নড়াই শুরু হইবে ২৭ আগস্টত আর শ্যাষ হইবে ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপের ১৫ তম আসর টি-টোয়ন্টি বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ মঞ্চ হতে যাবানছে


টুর্নামেন্ট
বাংলাদেশ পড়েছে বিগ্রুপে। শারজায় তামার প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। দুবাইয়ে দ্বিতীয়টা ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ২৭ আগস্ট বাংলাদেশের গ্রুপ পর্বের দুই প্রতিপক্ষকে দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ নির্ধারিত হবে বাছাই পর্বের পর। 

তথ্যসূত্র: আজকের পত্রিকা

Post a Comment

0 Comments